Start Your Earning From Now

Showing posts with label Other Trics. Show all posts
Showing posts with label Other Trics. Show all posts

Thursday, March 5, 2015

Free Call

প্রতিদিন ১ মিনিট কল করুন একদম ফ্রি তে 
বিশ্বের যে কোন মোবাইলে প্রতিদিন ১ মিনিট কল করুন ফ্রি 
কল করার জন্য ফ্রি কল করুন এ ক্লিক করুন 

Country select করার জন্য সাদা বক্সের পাশে Drop down box এ ক্লিক করুন  

আপনার যে কোন কিছু জানার থাকলে কমেন্ট করে জানানোর জন্য অনুরোদ করা গেল

Monday, March 2, 2015

জেনে নিন আপনার আজানা লোকেশন

আপনি কি নতুন জায়গায়  ভ্রমন করচেন ?
জায়গা চিনচেন না ?
No চিন্তা ,এখন আমি আপনাদের খুব খুব সহজেই জায়গা চিনার পদ্ধতি বলে দিচ্ছি
কিন্তু
এইজন্য প্রয়োজন একটি বাংলালিংক সিম

 



বাংলালিংক সংযোগ থেকে ডায়াল করবেন *321# নাম্বারে।
এরপর প্রথমে Registration করবেন।
কমপ্লিট হলে *321*2# ডায়াল করে আপনার ব্যবহৃত অন্য একটি নাম্বার দিন (যে কোনো অপারেটরের), যে নাম্বারে লোকেশনের ম্যাসেজ টি নিবেন। এরপর বাংলালিংক সংযোগ টি থেকে ডায়াল করবেন *321*5#, তাহলেই আপনার দেওয়া অপর নাম্বারটিতে একটি হেল্প রিকোয়েস্ট চেয়ে একটি ম্যাসেজ যাবে বাংলালিংক নাম্বারটি থেকে। সেই ম্যাসেজে নম্বরটির লোকেশনও উল্লেখ করা থাকবে।
এবং পুরো সার্ভিস টি একদম ফ্রি!!!
এই সার্ভিস টি "ইমার্জেন্সি " সার্ভিস নামে আখ্যায়িত।
আপনি চাইলে একাধিক নাম্বার যোগ করতে পারবেন।
ইচ্ছা করলে কোনো নাম্বার ডিলিট বা পরিবর্তনও করতে পারবেন। সকল কিছুর জন্য শুধু ডায়াল করবেন *321# নাম্বারে।
এইভাবে আপনি ফ্রি তে আপনার লোকেশন জানতে পারবেন।



আপনার যে কোন কিছু জানার থাকলে কমেন্ট করে জানানোর জন্য অনুরোদ করা গেল

Saturday, February 28, 2015

FREE SMS

এখন থেকে আর টাকা খরচ করে মোবাইলে SMS  পাঠাতে হবেনা ।
মেসেজ করেন বিশ্বের যে কোন মোবাইলে একদম ফ্রি ।
হয়ত এই ধরনের সাইট গুলো বেশি দিন থাকেনা কিন্তু যত দিন পাঠানো যায় তাতে মন্দ কি ।
আমি পাটিয়েছি একদম ফ্রিতে ,তাই আমি চাই আপনারাও পাঠান ।


 প্রথমে এইখানে ক্লিক করুন  অতঃপর আপনার Country Select করুন
১ থেকে আপনার পুর্ণ নাম্বার টি দিন ( যে নাম্বারে পাঠাতে চাচ্ছেন )
Captcha Type করুন 
At last click SEND

ব্যাচ এই রকম করে আপনি Unlimited SMS send করতে পারবেন ।
উপক্রিত হলে জানাবেন,  না হয় কিন্তু আর এই ধরনের পোস্ট দেবনা
আপনাদের উৎসাহই আমাদের লেখতে প্রেরণা জোগায় ।
সবাই ভাল থাকবেন ।

আপনার যে কোন কিছু জানার থাকলে কমেন্ট করে জানানোর জন্য অনুরোদ করা গেল

Wednesday, May 14, 2014

S.S.C RESULT 2014

আগামি কয়েক দিনের মধ্যে ssc result publish হবে সবাই education board এর address টা use করার কারনে অনেক সময় connect হওয়া যায়না তাই আপনাদের সুবিদার্থে নিছে আরেকটি link দিলাম আসা করে সবার উপকারে অসবে 

CLICK FOR RESULT

NOTICE

IF YOU WANT FIND YOUR RESULT FROM US IN YOUR FB IN BOX JUST COMMENT OR MAIL US YOUR DETAIL . WE SEND YOUR RESULT AFTER PUBLISH 

mail to >>>  bappyctg2051@gmail.com

আপনার যে কোন কিছু জানার থাকলে কমেন্ট করে জানানোর জন্য অনুরোদ করা গেল

Saturday, October 5, 2013

COMPUTER KEY BOARD

ফাংশন কি'র আদ্যোপান্ত written By Devs team

আমাদের কম্পিউটার কিবোর্ডের উপরের দিকে খেয়াল করলে দেখতে পাবেন F1 থেকে F12 পর্যন্ত ১২টি কী দেওয়া আছে আপনারা কি জানেন এগুলো কী বলে ? এই Key গুলো কে Function key বলে, এই কি গুলোর এক একটির কাজ এক এক রকম ।
তাহলে চলুন এক এক করে শিখে নিই এই ফাংশান Key গুলোর কাজঃ

F1 : এই বাটন টি যেকোণ প্রোগ্রাম বা সফটওয়্যার এর জন্য সাহায্যকারী কি হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ আপনার একটিভ উইন্ডোর জন্য হেল্প পেইজ দেখতে হলে এই বাটন টি প্রেস করলেই চলবে। যেমন আমি ফটোশপের কিছু হেল্প নিব তাহলে ফটোশপ সফটওয়ার চালু করুন আর আর ফাংশান কি F1 চাপুন তাহলে ফটোশপ সম্পর্কে সাহায্য পাবেন।

F2 : Rename করার জন্য শর্টকাট কি হিসেবে এটি ব্যবহার করা হয়। আপনার সিলেক্টকৃত কোণ ফাইল বা ফোল্ডার রিনেম করতে ফাংশান কি F2 বাটন চাপুন । তাছাড়াAlt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন ডকুমেন্ট খুলতে পারেন। আরেকটা ব্যবহার আমি করে থাকি আর তা হল ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা। তার জন্য জাস্ট Ctrl+F2 চাপুন।

F3 : শুধুমাত্র F3 চেপে আপনি যেকোন প্রোগ্রামের বা ডকুমেন্টের সার্চ অপশান আনতে পারেন। Shift+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের কোণ শব্দকে বড় হাতের থেকে ছোট হাতের বা ছোট হাতের থেকে বড় হাতের করা যায়। এবং সিলেক্টকৃত ঐ শব্দটির প্রথম অক্ষর যদি বড় হাতের করতে চান তাহলেও Shift+F3 চাপুন।

F4 : এই বাটন দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায় এবং Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা যায়।

F5 : মাইক্রোসফট ওয়ার্ডে Find, Replace, Go To উইন্ডো খোলা হয় এই বাটন চেপে। যেকোণ পেজ রিফ্রেশ করতে এই পেজটিই ব্যবহার করা হয়। পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু করা এবং বন্ধ করার জন্য এই বাটন টি ব্যবহার করা হয়।

F6 : মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে এটি চাপলেই হবে Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডের সক্রিয় ডকুমেন্ট রেখে অন্যটি ব্যবহার করা যায়।

F7 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা হয়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়।

F8: বিশেষ করে কম্পিউটার চালু করার সময় এই কি টী কাজে লাগে । সাধারণত উইন্ডোজ safe mood এ চালু করার জন্য ব্যবহার করা হয়।

F9 : Windows Setup দেওয়ার সময় এই কি চাপ দিয়ে Fast Boot ডিভাইস CD Room দেখানো যায় আবার Quark Express 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করার জন্য এটি কাজে লাগে।

F10 : এটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।

F11 : আপনার সামনে স্ক্রিনে একটিভ উইন্ডোটিকে ফুলস্ক্রিন করতে এবং নরমাল মুডে আনতে এই বাটন টি চাপলেই হবে।

F12 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয় এবং Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা হয়।

Labels