Start Your Earning From Now

Showing posts with label Freelancing. Show all posts
Showing posts with label Freelancing. Show all posts

Tuesday, June 3, 2014

EARNING TIPS

অনেকে on-line এ আয় করা মনে করে শুধু মাত্র ক্লিক করা বা আয় করা অনেক সহজ । এবং অনেকে মনে করে অনলাইনে মাত্র কয়েক দিন কাজ করে বা কন কিছু না শেখে আয় করা জায় যাহা কখনো সত্য নয় । অন-লাইন আয় হল একধরনের চাকরি যা আপনি বায়র এর নিয়ম আনুসারে করতে হয় ।
আসুন জেনে নেই অন-লাইনে আয় সম্পর্কে কিছু ধারনা



কাজ সম্পর্কে সঠিক ধারনা  
আপনি যে কাজ টা করতে চাচ্চেন আপনি আগ থেকে সে কাজ সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে তা না হলে আপনি হয়ত কাজ পাবেন কিন্তু ১ বারের পর আর কাজ আপনাকে ধরা দেবেনা

দৈর্জ
আপনি হয়ত প্রতিদিন কাজের জন্য bid করে যাচ্চেন কিন্তু কাজ পাচ্চেন্না আমি মনে করি আপনার বিচলিত হবার কোন প্রয়জন নেই আপনি কাজের জন্য apply করে জান কাজ আপনাকে ধরা দেবেই

আগে কাজ শিখুন 
আপনি কাজ শুরু করার আগে আপনি ভাল বাভে কাজ গুলু শিখে নিন কেন না আপনি যে কাজ টা করবেন সেটা যদি আপনার buyer এর choose না হয় আর সে যদি আপনাকে খারাপ feedback দেয় তাহলে আপনার next কাজের জন্য অনেক সমস্যা পড়বেন

ছোট ছোট কাজ করুন 
ছোট ছোট কাজ করে আপনি নিজেকে ভাল বাভে জালাই করে নিতে পারবেন এবং কাজের আবেদনের সময় এই কাজ গুলু আপনি buyer কে sample হিসাবে দেখাতে পারবেন যার কারনে আপনার কাজ পাবার সম্বভনাও বেশি থাকবে

কখনো তাড়া হুড়ো করবেন না 
কাজের জন্য আবেদন করতেচেন কিন্তু পাচ্চেন না তাও আবেদন করে জান কাজের জন্য কখনো তাড়া হুড়ো করবে ন না । আপনি এই বিশ্বাস রাখবেন যে আপনি কাজ পাবেনি ।

আশা করে এই step গুলু মেনে চল্লে আপনি must success হবেন ।
আর আমার লেখায় ভুল হলে খমার চোখে দেখবেন
ধন্যবাদ সবাইকে

আপনার যে কোন কিছু জানার থাকলে কমেন্ট করে জানানোর জন্য অনুরোদ করা গেল

Sunday, May 25, 2014

DAILY EARN $1+ BY MINI JOB


আসুন জেনে নিই কি ভাবে bid ছড়া market place কাজ কোরবো/ DAILY $1 আয় করবো??
 অনেক site আছে যেখানে আপনি bid ছাড়া কাজ করতে পারবেন সে রকম ১ টি site হলো MICRO WORKERS

আপনি যেভাবে কাজ করবেন ???

1st Step
আপনার mail id দিয়ে REG করুন , reg সহজ তাই দেখালাম না 

2nd step
আপনার User id দিয়ে login করুন . login করার পর নিছের এই page টি দেখতে পাবেন



 
3rd Step
আপনি যে কাজ টি পারেন সেটাতে click করুন
Click করার পর নিছের মত দেখাবে


 
4th Step

আপনার কাজ করা শেষ হয়ে গেলে buyer কে কাজ জমা দিন , কাজ জমা দেবার জন্য
 I accept this job (a form will open below)

Click করুন
নিছের ছবিটি দেখুন


 
5th step
সব কিছু দেবার পর
I Confirm…….task click করুন

তারপর ৭২ ঘন্টার মধ্যে আপনার account payment জমা হবে ,

আপনার যে কোন কিছু জানার থাকলে কমেন্ট করে জানানোর জন্য অনুরোদ করা গেল

Wednesday, May 14, 2014

SUCCESS IN FREELANCING

ফ্রীল্যান্সিংয়ে সফল হতে চাইলে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবেআপনি যে সেক্টরেই ফ্রিল্যান্সিং করুন না কেন, আপনার দক্ষতার পাশাপাশি নিম্নোক্ত বিষয়গুলো থাকলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সফল হয়ে উঠবে তাহলে আসুন দেখে নেওয়া যাক- কাজকেন্দ্রিক সাধারণ দক্ষতার পাশাপাশি সফল ফ্রিল্যান্সারে কোন কোন বিষয়গুলো জানা থাকা প্রয়োজন

লেনদেন: ফ্রিল্যান্সিং করা অনেক ক্ষেত্রে একটি ক্ষুদ্র ব্যবসা পরিচালনার মতো ব্যবসাতে সব হিসাব-নিকাশ কার্যাবলী আপনাকেই সম্পন্ন করতে হবেপরিপূর্ণভাবে আপনার লেনদেনের হিসাব রাখুন এবং সময়মতো যা পরিশোধ করা দরকার তা আদায় করুননিজের পাওনাগুলো বুঝে নেয়ার ক্ষেত্রে সচেতন হোন
যোগাযোগের দক্ষতা: ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে বিভিন্ন ধরনের মানুষের সাথে যোগাযোগ করতে হবেতাই ইংরেজীতে দক্ষতা থাকার পাশাপাশি আপনার যোগাযোগ দক্ষতা থাকতে হবে ক্লায়েন্ট এর কাছ থেকে কাজ বুঝে নেয়া ও অন্যান্য ফ্রিল্যান্সারদের থেকে কোনো সমস্যার সমাধান পেতে যোগাযোগ দক্ষতা খুবই প্রয়োজন
সময় জ্ঞান
: কোন কাজ করতে আপনার কত সময় লাগতে পারে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবেএতে করে আপনার সকল কাজ সঠিকভাবে ভাগ করে নিয়ে কাজটি যথাযথভাবে করতে পারবেনতাছাড়া কাজ জমা দেয়ার ব্যাপারে সময়ানুবর্তীতা অবশ্যই প্রয়োজন
ব্যক্তিগত যোগাযোগ : ফ্রিল্যান্সাররা একা একা কাজ করেতাই বলে তাদের জন্য অন্য কারও সাথে যোগাযোগের প্রয়োজন নেই তা নয়কাজের স্বার্থেই আপনাকে ক্লায়েন্ট ও অন্যান্য ফ্রিল্যান্সারদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবেতাছাড়াও ব্যাক্তিজীবনে বন্ধুবান্ধব ও পরিবারের সাথে সময় দিননয়তো কাজ কিছুদিন পরেই আপনার কাছে একঘেয়ে মনে হবেযা আপনার ক্যারিয়ারকে ধসিয়ে দেয়ার জন্য যথেষ্ট
সময়োপযোগী দক্ষতা অর্জন : আপনি ফ্রিল্যান্সার হিসেবে ডিজাইনার, প্রোগ্রামার বা লেখক যাই হোন না কেন; শুধু এক রকম দক্ষতা দিয়ে বর্তমান মার্কেটে টিকে থাকা দিন দিন কঠিন হয়ে যাচ্ছেতাই আপনার কাজের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়েও কিছু কিছু দক্ষতা অর্জন করার চেষ্টা করুনযা আপনার সামনের পথ চলাকে সহজ করবে
পরিচালনার দক্ষতা: ফ্রিল্যান্সারদের কাজের স্বার্থেই মাঝে মধ্যে কিছু ফ্রিল্যান্সারকে হায়ার করতে হয় কাজটি সম্পন্ন করার জন্যতাই এরূপ কার্যক্রম পরিচালনার দক্ষতা আপনার থাকতে হবেযা আপনার কাজের পরিধি ও টিম গঠন ক্ষমতাকে শক্তিশালী করবে
দর-কষাকষির দক্ষতা : ফ্রিল্যান্সিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো দর-কষাকষি আপনার ক্লায়েন্ট থেকে কাজ বুঝে নেয়া, কাজের শর্তগুলো আলাপচারিতার মাধ্যমে নির্দিষ্ট করা, নিজের চাহিদামতো পারিশ্রমিক দাবি করার দক্ষতা আপনার থাকতে হবেযা আপনার কাজের ভ্যালূ ধরে রাখতে সহায়তা করবে
নেটওয়ার্কিং দক্ষতা: একজন সফল ফ্রিল্যান্সারের অবশ্যই এ ধরনের দক্ষতা থাকা জরুরীঅনলাইন ও অফলাইনে ক্লায়েন্টের সাথে যোগাযোগের মাধ্যমে ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতে হবেতাছাড়া আপনার চেনা-জানার পরিধিতে আপনার একটি নেটওয়ার্ক তৈরি করতে হবেযা আপনার যেকোন প্রয়োজন বা বিপদে সাড়া দিবে
সমস্যা সমাধানের দক্ষতা: একজন ভালো ফ্রিল্যান্সার মানেই দক্ষ হাতে সমস্যা সমাধানকারী ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হওয়াটা খুব স্বাভাবিক ফ্রিল্যান্সার হিসেবে আপনার গন্ডীর ভেতরে থাকা সমস্যাগুলোর সঠিক সমাধানের ক্ষমতা অর্জন করতে হবে
প্রজেক্ট পরিচালনা: সকল ফ্রিল্যান্সিং কাজেরই আলাদা আলাদা প্রজেক্ট থাকেফ্রিল্যান্সার হিসেবে আপনার দায়িত্ব প্রজেক্টগুলো যেন সময়মতো এবং ক্লায়েন্টের শর্ত অনুযায়ী সঠিকভাবে সম্পন্ন হয়তাই প্রতিটি প্রজেক্টের খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবেসাথে প্রজেক্ট পরিচালনার দক্ষতাও থাকতে হবে
সমস্যা নির্ণয়: কোনো কাজ সম্পন্ন করার পর কাজের খুঁটিনাটি সবকিছু পুনরায় পরীক্ষা করতে হয়যেন কাজটিতে কোনো সমস্যা থেকে না যায় যা আপনার ক্লায়েন্টকে অসন্তুষ্ট করবেনিজের কাজের ভুলগুলো নির্ণয় করতে পারাও একটি আলাদা দক্ষতাযা অনেক ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়বিশেষ করে যখন একা একা কাজ করবেন
 প্রচার ও প্রসার: আপনার ফিল্যান্সিং কাজটি যদি ব্যবসায়ী ধরনের হয়, তবে ঠিকমতো প্রচার করা না গেলে এ সম্পর্কে অন্যরা জানতে পারবে নাএতে আপনার ব্যবসার সহজে প্রসারও ঘটবে নাতাই আপনার ব্যবসার মার্কেটিং সম্পর্কে জানতে হবেশুধু ফিল্যান্সার হলেও আপনার যোগ্যতা ও দক্ষতার সঠিক বিবরণ ক্লায়েন্টের কাছে তুলে ধরাও প্রচার-প্রসারের অন্তর্ভূক্ত

গবেষণা করা: ফ্রিল্যান্সিং আপনি নিজের মতো করে একা একাই করছেনতাই আপনার কাজ সংশ্লিষ্ট প্রয়োজনীয় গবেষণা নিজেকেই করতে হবেকাজের সাথে সম্পর্কিত বিষয়ে নতুন নতুন টেকনোলজি ও আপডেট সম্পর্কে খোঁজখবর রাখুনএগুলো আপনার কাজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি চলমান মার্কেট পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে সহায়তা করবে
বিক্রয় দক্ষতা: অনেকেই মনে করেন ফিল্যান্সার হলে ভালো বিক্রয় দক্ষতা না থাকলেও চলে কিন্তু ভালো বিক্রয় দক্ষতা থাকলে অনেক কাজেই ভালো পারিশ্রমিক পাওয়া যায় এ ধরনের দক্ষতা আপনাকে সব খাতে ভাল সুযোগ সৃষ্টি করে দিতে পারেতাই বিক্রয় দক্ষতা অর্জন করে রাখতে পারেন
পূর্বপরিকল্পনা: কাজে সফলতা পাবার একটি অন্যতম শর্ত হলো পূর্বপরিকল্পনাকোনো কাজ শুরু করার আগেই ভেবে নিন কাজটি আপনি কিভাবে করবেন? সঠিকভাবে, সঠিকসময়ে সম্পন্ন করতে পারবেন কি-না? এইসব বিষয়আর অবশ্যই নিজের দক্ষতার চেয়ে বেশি কাজ নেওয়া থেকে বিরত থাকুন
কাজের চাপ সামলানো: অনেক কাজের ফলে ফ্রিল্যান্সারদের ওপর বেশ চাপ পড়েএই চাপের ফলে প্রায়ই অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকেমানসিক অস্থিরতাও দেখা দিতে পারেতাই এসব চাপ সামলানোর জন্য আপনার মেন্টাল ও ফিজিক্যাল ষ্ট্রেন্থ থাকতে হবে পূর্বপরিকল্পনা করে রাখলে কাজের চাপ সামলানো অনেকাংশে সহজ হয়ে যায়
সময়ানুবর্তীতা : ফ্রিল্যান্সার হিসেবে আপনার সময় নষ্ট করা চলবে নামনে রাখবেন আপনি ফ্রিল্যান্সার আপনাকে তদারকির জন্য আপনার মাথার ওপর কোনো বস নেইতাই বলে সময় অপচয় করা চলবে নাসময় অপচয় করলে কোনো কাজেই সফলতার দেখা পাওয়া যাবে নাসময়ের কাজ সময়ে আদায় করে নিতে হবে; আর তা অবশ্যই নিজ তাগিদে

সকল প্রতিষ্ঠানে এসব দক্ষতার জন্য প্রতিটি সেক্টরে আলাদা আলাদা লোক নিয়োগ দেয়া হয়কিন্তু ফ্রিল্যান্সারদেরকে একাই উক্ত কাজগুলো করতে হয় তাই ফ্রিল্যান্সিংকে একদমই সহজ করে দেখার কোনো উপায় নেইবরং যোগ্যতা অর্জন করার উপর আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সফলতা নির্ভর করে

 

আপনার যে কোন কিছু জানার থাকলে কমেন্ট করে জানানোর জন্য অনুরোদ করা গেল

Tuesday, May 13, 2014

OUT-SOURCING LEARNING NEWS

সরকারি উদ্যোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীনে চলতি মে মাসজুড়ে ৬৪ জেলার তরুণ-তরুণীদের নিয়ে ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ছয় কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পে সফটওয়্যার তৈরি, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), অনলাইন বিপণন, ব্যবসায় পরিকল্পনাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তাঁরা মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে আউটসোর্সিংয়ের কাজ করতে পারে৷ গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলনকক্ষে ভিডিও সম্মেলনের মাধ্যমে একই সঙ্গে ৬৪ জেলায় এ কর্মসূিচর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘আমাদের অর্থনীতিতে কিছু পরিবর্তন আনা দরকার। এ জন্য ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দিতে হবে।’ তিনি জানান, এই কর্মসূচিটি জেলা প্রশাসকেরা তদারক করবেন।
আইসিটি সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা চাই প্রতিটি জেলায় অন্তত দুজন করে ফ্রিল্যান্সার উদ্যোক্তা হিসেবে গড়ে উঠুক।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ কর্মসূচির পরিচালক আবুল হাসান, অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরাসহ অনেকে।
প্রথম পর্যায়ে প্রতি জেলায় ৩০ জন করে মোট এক হাজার ৯২০ জন প্রশিক্ষণার্থীকে পাঁচ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ছয় মাস মেয়ািদ অনলাইন প্রশিক্ষণ দেওয়া হবে। শেষ ধাপে ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় গবেষণা মডিউল ও ই-কনটেন্ট তৈরি করতে সহয়তা করা হবে
বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তাঁরা মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে আউটসোর্সিংয়ের কাজ করতে পারে৷ গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলনকক্ষে ভিডিও সম্মেলনের মাধ্যমে একই সঙ্গে ৬৪ জেলায় এ কর্মসূিচর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘আমাদের অর্থনীতিতে কিছু পরিবর্তন আনা দরকার। এ জন্য ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দিতে হবে।’ তিনি জানান, এই কর্মসূচিটি জেলা প্রশাসকেরা তদারক করবেন।
আইসিটি সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা চাই প্রতিটি জেলায় অন্তত দুজন করে ফ্রিল্যান্সার উদ্যোক্তা হিসেবে গড়ে উঠুক।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ কর্মসূচির পরিচালক আবুল হাসান, অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরাসহ অনেকে।
প্রথম পর্যায়ে প্রতি জেলায় ৩০ জন করে মোট এক হাজার ৯২০ জন প্রশিক্ষণার্থীকে পাঁচ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ছয় মাস মেয়ািদ অনলাইন প্রশিক্ষণ দেওয়া হবে। শেষ ধাপে ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় গবেষণা মডিউল ও ই-কনটেন্ট তৈরি করতে সহয়তা করা হবে


(REFER PROTHOM-ALO "12 MAY 2014")


আপনার যে কোন কিছু জানার থাকলে কমেন্ট করে জানানোর জন্য অনুরোদ করা গেল

Labels